• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

উত্তরবঙ্গে শীতের তিব্রতা বাড়ছে দূর্ভোগে মানুষ

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮  

শীতের কামড়টা সবচেয়ে বেশি টের পাওয়া যায় উত্তরবঙ্গে। রংপুর ও রাজশাহী বিভাগের মানুষের দুর্ভোগের শেষ থাকে না। শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন রংপুর বিভাগের খেটে খাওয়া মানুষ।

ভৌগোলিক অবস্থানগত কারণে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও কুড়িগ্রামে ব্যাপক শীত পড়ে। নভেম্বরের শেষ দিক থেকে এ অঞ্চলে সারা দিন সূর্যের দেখা পাওয়াই যায় না। কুয়াশার কারণে সকাল হয় দেরিতে আর সন্ধ্যা হয় দ্রুত।

ফলে মানুষের কর্মকাল কমে যায়। প্রচণ্ড শীতের কারণে মাঠে-ঘাটে কাজ করাও কঠিন হয়ে পড়ে।

উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা এরমধ্যেই ১৫তে নেমে এসেছে। আবহাওয়াবিদরা বলছেন, ১৫ নভেম্বরের পর থেকে উত্তরবঙ্গে শীত জেঁকে বসবে। তাপমাত্রা নেমে আসতে পারে ১০-১২ ডিগ্রিতে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস যুগান্তরকে বলেন, গতবারের মতো চলতি বছরও উত্তরবঙ্গে প্রচণ্ড শীত পড়বে। ডিসেম্বরে হালকা থেকে মাঝারি ধরনের দুই-তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে নভেম্বরে শৈত্যপ্রবাহ না এলেও হুট করে তাপমাত্রা কমে যেতে পারে।

যেমন- তেঁতুলিয়ায় ৪ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সেটা আরও কমে যেতে পারে।

তিনি বলেন, নভেম্বরজুড়ে রাজধানীতে হালকা শীত অনুভূত হবে আর প্রচণ্ড শীত পড়বে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে।

ঢাকার বাইরে ১৫ নভেম্বরের পর থেকেই শীত পড়তে শুরু করবে। তবে এবার উত্তরবঙ্গ, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, রংপুর, খুলনা অঞ্চলে ভালো শীত পড়বে বলে মনে হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –