• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ইবির তিন শিক্ষার্থী পেলেন অ্যাথলেটিকস স্বর্ণপদক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মুজিববর্ষ উপলক্ষে ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষার্থী পেয়েছেন স্বর্ণপদক। এছাড়া আরো একজন পেয়েছেন রৌপ্যপদক। 
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান জানান, ১৬-১৮ জানুয়ারি এ প্রতিযোগিতা হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ ও রৌপ্যপদকজয়ী ৪ শিক্ষার্থীই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

এরমধ্যে তামান্না আক্তার ১০০ মিটার হাভেলস ইভেন্টে স্বর্ণপদক, রিংকি খাতুন লংজাম্প ইভেন্টে স্বর্ণপদক, জাফরিন আক্তার ডিসকাস থ্রো ইভেন্টে স্বর্ণপদক ও প্লাবনী হক হাই জাম্প ইভেন্টে রৌপ্য পদক লাভ করেন।

এবারের আসরে ৬৪টি জেলা, আটটি বিভাগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি, অধিভূক্ত সামরিক ও বেসামরিক বাহিনী ও বিভিন্ন ইনস্টিটিউটের প্রায় ৫শতাধিক পুরুষ ও মহিলা অ্যাথলেট অংশগ্রহণ করে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –