• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ইবিতে ছায়া জাতিসংঘের কর্মশালা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছায়া জাতিসংঘের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইবি ছায়া জাতিসংঘের আয়োজনে টিএসসিসি’র ১১৬ নম্বর কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ইবি শাখার সভাপতি ইসমাইল হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের সভাপতি সাকিব আহমেদ, পরিচালক শাহারিয়ার ইমন এবং মিসৌরিন আরা মীম।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাসেল মুরাদ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়শা বিনতে তিথি’র যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন- ইবি শাখার সাধারণ সম্পাদক সফিউল্লা বাহাদুর, ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক শাহাদাত নিশান, ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক মোস্তফা শ্রাবণ, আশিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –