• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ইন্দোনেশিয়ায় ইরান ও পানামার তেলট্যাংকার জব্দ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

ইন্দোনেশিয়ার উপকূলরক্ষীরা ইরানি পতাকাবাহী এমটি হর্স ও পানামার পতাকাবাহী এমটি ফ্রেয়া নামের দুটি জাহাজ জব্দ করেছে। দেশটির জলসীমা দিয়ে অবৈধভাবে তেল সরবরাহের অভিযোগ এনে জাহাজ দুটি জব্দ করেছে তারা। ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের কালিমান্তানে জাহাজ দুটি গতকাল রবিবার শনাক্ত করা হয়। পরে রেডিওকলে সাড়া না দেওয়ায় জাহাজ দুটি জব্দ করা হয়েছে।

এক বিবৃতিতে ইন্দো কোস্টগার্ডের মুখপাত্র বিষ্ণু প্রামাণদিতা জানান, কালিমান্তান প্রদেশের উপকূল থেকে ট্যাংকার দুটি আটক করার পর আরো তদন্তের জন্য এগুলোকে পাহারা দিয়ে রিয়াউ প্রদেশের বাটাম দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় ট্যাংকার দুটি শনাক্ত হয়। 

জাতীয় পতাকা প্রদর্শন না করে, স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতি বন্ধ রেখে ও রেডিওকলে সাড়া না দিয়ে তারা তাদের পরিচয় গোপন করে রেখেছিল। জাহাজ দুটি এমটি হর্স থেকে এমটি ফ্রেইয়ায় তেল স্থানান্তরিত করার সময় হাতে নাতে ধরা পড়ে। এ ছাড়া এমটি ফ্রেয়ার জাহাজটির চারপাশে তেল ছড়িয়ে পড়ছিল। এ সময় জাহাজে থাকা ৬১ জন ক্রুকেও আটক করা হয়েছে বলে জানান বিষ্ণু।

এদিকে জাহাজ আটকের এ ঘটনা নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি। দেশটির বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের বিক্রয় করা তেলের গন্তব্য গোপন করতে নিজেদের ট্যাংকারগুলোর ট্র্যাকিং সিস্টেম অকার্যকর করে রাখে। এতে করে তেহরান কী পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করছে তার হিসাব বের করা কঠিন হয়ে পড়ে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –