• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

আরো আকর্ষণীয় হয়ে উঠছে ইনস্টাগ্রাম

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রাম। এর মধ্যেই তাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে টিকটক! এ কারণে ইনস্টাগ্রাম নীতি নির্ধারকদের অনেক কিছুই ভাবতে হচ্ছে। জানা গেছে, টিকটকের সঙ্গে পাল্লা দিতে নতুন কয়েকটি ফিচার নিয়ে আসছে তারা। সেই সঙ্গে ‘ভুয়া ছবি’ ঠেকাতেও তৎপর ইনস্টাগ্রাম। এর মাধ্যমে ছবি বিনিময়ের সেবাটি আরো আকর্ষণীয় হয়ে উঠছে।

স্লোমো, ইকো ও ডুয়ো ইন বুমেরাং স্টোরিজ—এই তিনটি ফিচার চালু হচ্ছে ইনস্টগ্রামে। যোগাযোগ মাধ্যমটির স্টোরিজে এখন থেকে এডিট ফিচারও পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, চাইলেই ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনা করা যাবে। এছাড়া সফটওয়্যার বা অন্য কোনো মাধ্যমে অতিরঞ্জিত করা ছবিগুলোর সত্যতা যাচাই করতে বিভিন্ন প্রযুক্তি বা প্রতিষ্ঠানেরও সহায়তা নেবে ছবি বিনিময়ের সেবাটি। ভুয়া ছবির হাত থেকে ব্যবহারকারীদের রক্ষা করতেই এ উদ্যোগ। 

ফেসবুক জানায়, ইনস্টাগ্রাম ক্যামেরার মাধ্যমে আপনি নিজেকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারবেন। অথবা আপনি বন্ধুদের সঙ্গে কী করছেন, কী ভাবছেন কিংবা কী অনুভব করছেন সেটা শেয়ার করছে পারবেন। বুমেরাং সেটারই অংশ। আপনাদের কাছে এই সুবিধা নিয়ে আসতে পারায় ইনস্টাগ্রাম খুবই আনন্দিত।

ফেসবুক এর আগে জানিয়েছে, ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবহারকারীদের পোস্ট করা ‘ভুয়া ছবি’ লুকিয়ে ফেলবে ইনস্টাগ্রাম। ফলে অন্য ব্যবহারকারীরা ‘এক্সপ্লোর’ ও ‘হ্যাশট্যাগ’ পেজে ছবিগুলো দেখতে পারবে না।

শুধু ব্যবহারকারী নয়, দর্শকদের জন্যও রয়েছে নানা ফিচার। কারো স্টোরি দেখতে দেখতে যদি কোনো গান সম্পর্কে আরো জানতে চান, তা হলে স্ক্রিনে ক্লিক করলেই সেই গানের শিল্পী ও তার আরো অ্যালবামের খোঁজ পেয়ে যাবেন। তবে আপাতত বাংলাদেশ ও ভারতের বাজারে এই ফিচারটি পাওয়া যাবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –