• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০  

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আমি মারা গেলে আমাকে আমার বাবা মার কবরের পার্শ্বে যেন সমাহিত করা হয়। আমি আগাম বলে গেলাম কেননা কবর দেয়া নিয়ে যেন কোন বিতর্ক তৈরী না হয়।
রোববার দুপুরে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার বাবা মরহুম মকবুল হোসেন এ্যাডভোকেট ও মা মজিদা খাতুনের কবর জেয়ারত করতে এসে একথা বলেন তিনি।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আজমল হোসেন লেবু, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনসহ মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে তিনি রংপুর নগরীর বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

জিএম কাদের তার বাবা মার কবরের পার্শ্বেই জায়গা রেখে দেবার জন্য রংপুর সিটি মেয়রের প্রতি আহবান জানিয়ে বলেন, এখানে যেন ইট দিয়ে গাথুনী করে জায়গা নির্ধারন করে রাখা হয় কারন আমি চাইনা আমি মারা যাবার পর কোথায় কবর দেয়া হবে তা নিয়ে কোন বিতর্ক হোক। এর আগে তিনি দলের নেতা কর্মীদের সাথে নিয়ে তার বাবা মার কবর জেয়ারত ও ফাতেহা পাঠ করেন।

কবর জেয়ারত শেষে জিএম কাদের রংপুর সার্কিট হাউজে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে বলেন, দলে কোন গ্রুপিং কোন্দল চলবেনা আমি এসব করতে দেবোনা যে সব জায়গায় এ ধরনের সমস্যা আছে আমি সমাধান করার উদ্যেগ নিয়েছি।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপি নয় জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা বাড়ছে দল শক্তিশালী করতে পারলে আমরা আবারো নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারবো বলে জানান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –