• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

`আমার আমি’ বইয়ের মোড়ক উন্মোচন

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

সালাহ উদ্দিন মাহমুদের সম্পাদনায় তরুণ লেখক সাদাত হোসাইনের সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার মাদারীপুরে চার দিন ব্যাপী বইমেলার উদ্বোধনী দিনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

সন্ধ্যা ৬টায় শহরের লেকেরপাড়ে অনুষ্ঠিত মেলায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বইটির মোড়ক উন্মোচন করেন।

বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক খান মোহাম্মদ শহীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, ইতিহাস গবেষক ও লেখক ডা. আব্দুল বারি, সাহিত্যিক ও সাংবাদিক ইয়াকুব খান শিশির ও কবি দুলাল সরকার।

একই সময়ে সাহিত্যে বিশেষ অবদান রাখায় ডা. আব্দুল বারিকে সম্মাননা দেয়া হয়।

এছাড়া তরুণ উদীয়মান সাহিত্যিক সৌম্য সরকারকে দেয়া হয় মহাকবি আলাওল পদক।

বইমেলা চলবে সোমবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে মেলা। মেলায় পাওয়া যাবে জেলার শতাধিক লেখকদের বই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –