• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আদিতমারীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ!

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

লালমনিরহাটের আদিতমারীতে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন ইউনিয়নের সচিব আব্দুর রাজ্জাকও। তিনিও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে ইউপি সদস্যদের অভিযোগের বিষয়টি জেলা প্রশাসককে দেখার জন্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি সুপারিশ করেছেন। 

অভিযোগে জানা গেছে, উপজেলার ৭ নং পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী দায়িত্বভার গ্রহণের পর থেকে ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, পেশা কর, জন্ম নিবন্ধন কর, মামলা ফি সহ সকল সনদ তিনি নিজ বাড়ীতে অফিস খুলে জনগণের কাছে অর্থের বিনিময়ে প্রদান করে আসছেন। এসব সনদের বিপরীতে সরকারী ফি নিয়ে জনগনকে রশিদ দেয়ার কথা থাকলেও তা তিনি করেন না। জনগণ রশিদ চাইলে রশিদ লাগবে না বলে এড়িয়ে যান। এসব সনদ থেকে সরকারী আদায়কৃত টাকা ব্যাংকে জমা রাখার নিয়ম থাকলেও তা তিনি মানছেন না। শুধু তাই নয়,ইউনিয়ন পরিষদের সচিবের সাথে তিনি কোন বিষয়ে সমন্বয় করেন না বলে অভিযোগ করা হয়। 

সংরক্ষিত মহিলা সদস্যসহ ১২ জন সদস্যের মধ্যে ১০ জন সদস্য চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, নিয়মিত মাসিক সভা না করে নিজের খেয়াল খুশিমত প্রকল্প গ্রহণ করেন। সবকিছু থেকে সদস্যদের বঞ্চিত করা হয়। ২০১৮-২০১৯ অর্থ বছরে ৮০ জন গর্ভবতী মহিলার ভাতা বরাদ্দ পেলেও তিনি একাই ভাতাভোগিদের নামের তালিকা প্রণয়ন করেন। শুধু তাই নয়, সমন্বয়হীনতার কারণে গত অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের প্রায় ২৭ লক্ষ টাকা ফেরৎ যেতে বসেছে।

অভিযোগ দায়েরকারী ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, চেয়ারম্যান শওকত আলী সকল সদস্যদের বঞ্চিত রেখে নিজের খেয়াল খুশি মত সবকিছু করেই চলেছেন। 

অভিযোগ প্রসংগে চেয়রাম্যান শওকত আলী বলেন, অভিযোগ যে কেউ করতেই পারে। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করার দাবী করেন। সচিব আব্দুর রাজ্জাকের অভিযোগ ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –