• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

অতি শীঘ্রই ব্যাটিং পরামর্শক নিয়োগ দেবে বিসিবি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০  

অতি শীঘ্রই জাতীয় দলের জন্য একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী। পারিবারিক কারণে ব্যাটিং কোচ দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি পদত্যাগ করার পর জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের জায়গাটি শূন্য আছে।

এরপর নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দেয় বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য তাকে দায়িত্ব দেয়াও হয়েছিল। এজন্য প্রস্তুতও ছিলেন তিনি। তবে বাবার মৃত্যুর কারণে দায়িত্ব নিতে তিনি অনীহা প্রকাশ করার আগেই করোনা আইনের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি বাতিল হয়ে যায়।

করোনার কারণে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় এমনিতেই ব্যাটিং পরামর্শক নিয়ে তাড়াহুড়া করেনি বিসিবি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আসন্ন হওয়ায় ব্যাটিং পরামর্শক আবশ্যক হয়ে পড়েছে। বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'জাতীয় দলের জন্য ব্যাটিং পরামর্শক চূড়ান্ত। কিছু ফর্মালিটিস শেষে আমরা আপনাদের জানাব। আশা করি, খুব শীঘ্রই সবকিছু চূড়ান্ত হবে।'

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –