• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

‘বাংলাদেশ ভালো একটা লড়াই করুক’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪  

ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে দুই টেস্ট তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ নিয়ে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে তার ইউটিউব চ্যানেলে বলেছেন, তিনি চান বাংলাদেশ যেন ভালো একটা লড়াই করুক।কদিন আগেই পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজ - ব্যবধানে জিতেছে টাইগাররা। তবে ভারত কঠিন প্রতিপক্ষ। টেস্টে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারও ফেবারিট তারাই।

যদিও হার্শা বলছেন, ভারত অনেক এগিয়ে থেকে ফেবারিট হিসেবে শুরু করবে। আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করব। কারণ এটা আমি আগে দেখিনি। যদি তারা লড়াইটা করতে পারে তাহলে দারুণ দুই ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে।

তিনি বলেন, প্রথম কথা হচ্ছে আমি খুবই খুশি যে ভারত আরও একবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। দুঃখের ব্যাপার হল, এটি এমন একটি দেশ যারা খুব বেশি আমন্ত্রণ পায় না। ২০১০ সালের পর ইংল্যান্ডে টেস্ট খেলেনি তারা। অস্ট্রেলিয়া তাদের আমন্ত্রণ জানিয়েছে কেবল একবার, ২০০৩ সালে তাও অফ সিজনে ডারউইনের দিকে। আমি অনেক খুশি যে ভারত এখানে দায়িত্ব নিয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছে ভারতে টেস্ট ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –