• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

আমরা ম্যাচের সামনের দিকে তাকাচ্ছি না: শান্ত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪  

সিরিজের প্রথম টেস্ট জেতায় বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জোয়ের লক্ষ্যে খেলতে নেমেছে দ্বিতীয় টেস্ট। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচে দলীয় লক্ষ্য নিয়ে টসের পর তিনি মন্তব্যও করেন।

রাওয়ালপিন্ডিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও সেদিকে দলের আর ভাবনা নেই বলেই জানালেন সফরকারী দলনেতা। এমনকি খানিক আগে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও সুদূরপ্রসারী কোনো চিন্তা ক্রিকেটাররা করছেন না বলেও মন্তব্য করেন।  

‘আগের ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু সেটা এখন অতীত। আমরা এই টেস্ট ম্যাচের সামনের দিকে তাকাচ্ছি না। কেবল আমাদের প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করবো।’

বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা মাঠে গড়ায়নি।  পিচ আদ্র থাকায় আগে পেসারদের কাজে লাগাতেই আগে বোলিং বেছে নেন শান্ত। এ ব্যাপারে টাইগার অধিনায়কের ভাষ্য, ‘আমরা প্রথমে বোলিং করতে চাই। উইকেটে কিছুটা আর্দ্রতা দেখায়। আমি মনে করি এটা আমাদের সিমারদের সাহায্য করবে।’

একাদশের পরিবর্তন প্রসঙ্গে শান্ত বলেন, ‘দুর্ভাগ্যবশত শরিফুলের কুঁচকিতে সমস্যা ছিল। তার জায়গায় তাসকিন খেলবে। ’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –