• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং-এ মুশফিক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪  

পাকিস্তানের বিপক্ষে ইতিহাসে প্রথমবার টেস্ট জয়ের মূল নায়ক ছিলেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে ১৯১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান। দারুণ সেই ইনিংস খেলার পর মি. ডিপেন্ডেবলের র‌্যাংকিংয়ে হয়েছে বড় উন্নতি।

বুধবার আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, সাত ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের তালিতার ১৭তম স্থানে উঠেছেন মুশফিক। লাল-বলের ক্রিকেটে এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং।মুশফিকের অর্জনের এখানেই শেষ নয়। তিনি ক্যারিয়ার সেরা ৬৮৪ রেটিং পয়েন্ট পেয়েছেন।

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৫৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। ৩৪১ বলে ২২ চার ও এক ছক্কায় ১৯১ রান করেন মুশফিক। তার ইনিংসে ভর করে ১১৭ রানের লিদ পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে বোলারদের কৃতিত্বে স্বাগতিকদেকে ১৪৬ রানে গুটিয়ে দিয়ে ৩০ রানের সহজ লক্ষ্যে পৌঁছে জয় পায় টাইগাররা।

টানা অফফর্মে থাকা লিটন দাস রানে ফিরেই র‌্যাংকিংয়ে উন্নতি ঘটিয়েছেন। পাকিস্তানি বোলারদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ে ৫৬ রানের ইনিংস খেলা এই উইকেটরক্ষক ব্যাটার দুই ধাপ এগিয়ে ৬২৭ রেটিংয়ে ২৭তম স্থানে উঠেছেন । মেহেদী হাসান মিরাজ ৭৭ রান করে তিন ধাপ এগিয়ে ৮৫তম স্থানে অবস্থান করছেন।

বোলারদের র‌্যাংকিংয়েও বাংলাদেশিদের উন্নতি ঘটেছে। রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট পাওয়া হাসান মাহমুদ ২৩ ধাপ এগিয়ে ৭৪তম এবং শরিফুল ইসলাম ৯ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে রয়েছেন। দুই ইনিংস মিলিয়ে  ৫ উইকেট নেয়া মিরাজ এক ধাপ এগিয়ে২৩তম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় ২৩৫ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষ দশের চলে এসেছেন মিরাজ।

বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে অপরাজিত ১৭১ ও ৫১ রানের ইনিংস খেলে সাত ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার উসমান খাজার সঙ্গে যৌথভাবে দশম স্থানে আছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। দুই ইনিংসে ১৪১ ও ০ রান করে এক ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন সৌদ শাকিল।

টেস্টে ব্যাটারদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের জো রুট। বোলারদের মধ্যে সেরা অবস্থানে ভারতের রবীচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডার তালিকায় সবার উপরে টিম ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –