• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

আইপিএল থেকে চাইলেও যে কারণে যেতে পারেননি বাংলাদেশি এক ক্রিকেটার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪  

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টটির সফলতম দল ও পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। এই বাঁহাতি পেসার এরই মধ্যে খেলেছেন পাঁচটি ম্যাচ।

মুস্তাফিজের মতো জাতীয় দলের আরেক পেসার শরিফুল ইসলামও এবারের আইপিএলে সুযোগ পেতে পারতেন। আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টস এবার শরিফুলকে দলে নিতে চেয়েছিল। দলটি শরিফুলকে চেয়েছিল পুরো মৌসুমের জন্য।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এক মাসের বেশি সময় ছুটি দিতে চায়নি। সে জন্য এই বাঁহাতি পেসারের আইপিএল খেলা হয়নি। শ্রীলঙ্কা সিরিজ থেকে জিম্বাবুয়ে সিরিজ-ঘরের মাঠে দুটি দ্বিপাক্ষিক সিরিজের মাঝে এক মাসের মতো সময়ের জন্য শরিফুলকে ছাড়তে রাজি ছিল বিসিবি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের শরিফুল বলেছেন, ‘লখনৌ থেকে এসএমএস দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি, তাহলে হতো। কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসি ওভাবে দেওয়া হয়েছিল।’

এর আগে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার সুযোগ ছিল তাসকিন আহমেদেরও। ২০২২ সালের আইপিএলে তাসকিনকে দলে চেয়েছিল তারা। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় তাসকিনের আইপিএল খেলা হয়নি। সে বছর তাসকিনকে না পেয়ে শরিফুলকে দলে নিতে চেয়েছিল দলটি। সেবারও জাতীয় দলের খেলা থাকায় ছুটি পাননি শরিফুল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –