• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

শেষদিন বাংলাদেশের প্রয়োজন ২৪৩, হাতে ৩ উইকেট

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই। এ অবস্থায় বড় লক্ষ্য তাড়া করতে নেমে হারের শঙ্কা মাথায় নিয়ে চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ৫৩১ রান করা শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ১৫৭ রানে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে ম্যাচ জিততে করতে হবে ৫১১ রান।

এ অবস্থায় চতুর্থ দিন শেষে সাত উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ম্যাচ জিততে টাইগারদের আরো ২৪৩ রান প্রয়োজন। হাতে আছে তিন উইকেট।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। অল্প সময়ের ব্যবধানে দুজনই আউট হন। এর আগে করেন যথাক্রমে ২৪ ও ১৯ রান। অধিনায়ক শান্ত ২০ রানের বেশি করতে পারেননি।

চ বিরতির আগে শেষ ওভারে আউট হন মুমিনুল হক। এর আগে অবশ্য অর্ধশতক পূরণ করেছেন তিনি। লাহিরু কুমারার শিকার হওয়ার আগে ৫০ রান করেন এ ব্যাটার। সাকিব-লিটনের ৬১ রানের জুটি আশা দেখালেও ভরসা হতে পারেনি।

দারুণ খেলতে থাকা সাকিব ৩৬ রানে আউট হন। তার কিছু পরেই সাজঘরে ফেরেন ৩৮ রান করা লিটন দাস। শাহাদাৎ হোসেন দীপু ১৫ রান করেন। দিনের বাকি সময় লড়াই করা মেহেদী মিরাজ ৪৪ ও তাইজুল ১০ রানে ব্যাট করছেন।

এর আগে ছয় উইকেটে ১০২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলংকা। দিনের শুরুতেই ফিফটি তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সাকিবের শিকারে পরিণত হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন তিনি।

এরপর প্রবাথ জয়সুরিয়া ও বিশ্ব ফার্নান্দো দলকে এগিয়ে নেন। ১৫৭ রানে পৌঁছাতেই ইনিংস ঘোষণা করেন লংকান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। ফলে ৫১১ রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –