• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ম্যাচে যেমন হবে আবহাওয়া

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩  

চলতি ওয়ানডে বিশ্বকাপে আয়োজক দেশ ভারতের পরেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ৮ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। আজ শুক্রবার লিগ পর্বের নবম ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারলেও শেষ চারে খেলা নিয়ে কোনো রকমের ঝামেলার সম্মুখীন হবে না প্রোটিয়ারা।

তারপরও আজকের ম্যাচে জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, ৮ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তান। আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে সেমিতে খেলার আশাটুকু বাঁচিয়ে রাখতে চায় আফগানরা।

শুক্রবার ভারতের আহমেদাবাদে বিশ্বকাপে নিজেদের নবম ও লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি

দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচে দিনের বেলা তাপমাত্রা সর্বচ্ছো ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এবং রাতে কিছুটা শীত থাকবে তখন সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।

তবে শস্তির বিষয় দিনের বেলায় বৃষ্টিপাতের মাত্র ১ শতাংশ সম্ভাবনার আছে। আবহাওয়া আপডেট অনুযায়ী  দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচে বৃষ্টির কোনো বাঁধা নেই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –