– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

নয়নাভিরাম ফ্রি কিক গোলে মেসির দুই রেকর্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের মিশন শুরু করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৭৮ মিনিটে ফ্রি কিক থেকে একমাত্র গোলটি করেন মেসি।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে কোনো ম্যাচে ফ্রি কিক থেকে একমাত্র গোলটি হয়েছিল সর্বশেষ ১৬ বছর আগে। ২০১০ বিশ্বকাপকে সামনে রেখে ২০০৭ সালে ভেনেজুয়েলার বিপক্ষে গোলটি করেছিলেন কলম্বিয়ার রুবেন দারিও বাস্তোস। 

বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ম্যাচে প্রথম গোল করায় নিজের রেকর্ডটাও আরেকটু এগিয়ে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এ নিয়ে ১৪তমবার ম্যাচে প্রথম গোল করলেন মেসি। এক্ষেত্রে আগের রেকর্ডটি গুয়েতেমালার সাবেক স্ট্রাইকার কার্লোস রুইজের। 

বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে টানা ২২ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্টালে ইকুয়েডরের মুখোমুখি হয় লিওনেল স্কালোনির দল। এই ম্যাচ দিয়ে দীর্ঘ সময় পর ফের জাতীয় দলের জার্সিতে মাঠে নামে আর্জেন্টিনা।

ইকুয়েডর মিডফিল্ডার ময়জেস কাইসেদো ম্যাচের ৭৭ মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় লাউতারো মার্টিনেজকে ফাউল করে বসেন। একে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ক্যারিয়ারে অসংখ্যবার এমন পজিশন থেকে ফ্রি কিকে গোল করেছেন মেসি।

আজও জাল খুঁজে পেতে মেসির ভুল হয়নি। তার দুর্দান্ত গোলে লিড নেয় স্বাগতিকরা। আর তাতে উল্লাসে মাতে পুরো বুয়েন্স আয়ার্স। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। আগামী ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –