– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

এশিয়াডের জন্য শক্তিশালী নারী দল ঘোষণা বিসিবির

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩  

           
আগামী মাসের শেষ সপ্তাহে চীনের হাংজু শুরু হবে এশিয়ান গেমস। এ আসরকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বুধবার রাতে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি ও সহকারী অধিনায়ক রয়েছে নাহিদা আক্তার। এছাড়াও অতিরিক্ত হিসেবে রয়েছেন তিন জন।

এর আগে ২০১৪ সালে এশিয়ান গেমসে ক্রিকেট অর্ন্তভূক্ত ছিল। পরের কয়েকটা আসরে ক্রিকেট ছিল না। পুনরায় আবারো আসন্ন আসরে ক্রিকেট যুক্ত করা হয়েছে। এবারের আসরে ছেলেদের পাশাপাশি বাংলাদেশ নারী দলও অংশ নিচ্ছে। 

এর আগে দুবারের অংশগ্রহণে রুপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। দুবারই পাকিস্তানের কাছে হেরেছিল তারা। হাংজু এশিয়ান গেমসকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বিসিবি।

এক নজরে বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহকারী অধিনায়ক), সাথী রানী, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার , দিশা বিশ্বাস।

অতিরিক্ত: সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আসরাফী ইয়াসনিম অর্থী।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –