– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের শক্তিশালী ব্রাজিল দল ঘোষণা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩  

আসন্ন সেপ্টেম্বর মাসজুড়ে ফুটবলে ব্যস্ত সময় পার করবে ব্রাজিল। মূল দলের পাশাপাশি দেশটির অনূর্ধ্ব-২৩ দলও প্রীতি ম্যাচে মাঠে নামবে। মরক্কোর যুবাদের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচে লড়বে তারা। সেই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল। 

বর্তমান মরক্কো অনূর্ধ্ব-২৩ দলটি আফ্রিকান কাপের চ্যাম্পিয়ন। একই সঙ্গে প্যারিস অলিম্পিকেও নিজেদের জায়গা চূড়ান্ত করেছে তারা। মরক্কোর যুবাদের বিপক্ষে ৭ এবং ১১ সেপ্টেম্বর দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিলের যুবারা।

ব্রাজিল যুবদলের কোচ র‍্যামন মেনেজেস বলেছেন, যারা সুযোগ পেয়েছে তারা খুবই প্রশিক্ষণপ্রাপ্ত এবং দুর্দান্ত। তাদের মধ্যে কয়েকজন আমার অনূর্ধ্ব-২০ দলেও খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদের মধ্যে ভালো বোঝাপড়া থাকা।

তিনি আরো বলেন, আমরা খুবই আত্মবিশ্বাসী। আমাদের মূল লক্ষ্যে ২০২৪ প্যারিস অলিম্পিক। ভবিষ্যতে আমরা শক্তিশালী দল হতে যাচ্ছি, কারণ আমাদের একটি দুর্দান্ত প্রজন্ম রয়েছে। 

ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল:

গোলরক্ষক: গ্যাব্রিয়েল গ্র্যান্ডো; ম্যাথিউস কুনহা; মাইকেল 

রক্ষণভাগ: ভিটাও; লুকাস হেল্টার; রবার্ট রেনান; মারাতো; আর্থার; ভিনিসিয়াস টোবিয়াস; আবনার; ওয়েলিংটন 

মধ্যমাঠ: জোয়াও গোমেস; মার্লন গোমেজ; মরিশাস; আন্দ্রে; দানিলো

আক্রমণভাগ: লাজারো; মার্কো লিওনার্দো; ভিটর রুকু; জোয়াও পেড্রো; ইগর প্যাশন; পাউলিনহো; বিটেলো

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –