• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৭ ১৪৩০

  • || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

এশিয়া কাপ-২০২৩: বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের সব টিকিট শেষ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

 
আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। এ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নামবে নেপাল। এরপরের দিন অর্থাৎ ৩১ আগস্ট বাংলাদেশ খেলবে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলংকার বিপক্ষে। ম্যাচটি হবে শ্রীলংকার পাল্লেকেলেতে।

আসন্ন এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচকে ঘিরে আগ্রহ না থাকলেও পাকিস্তান-ভারতের লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের চাহিদা তুঙ্গে। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২ সেপ্টেম্বর। তার আগে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ নিয়ে উন্মাদনা দেখা যাবে, সেটি হয়তো অনেকেই ভাবতে পারেননি।

অবিশ্বাস্য শোনালেও সত্য, দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন বাংলাদেশ-শ্রীলংকার বাইশ গজের লড়াই দেখতে। ফলে সবার আগে শেষ হয়ে গেছে এই ম্যাচের টিকিট।

এশিয়া কাপের টিকিট বিক্রির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের বানানো ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচের কিছু টিকিট এখনও আছে। আছে পাকিস্তান ও নেপালের মধ্যকার টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচের টিকিটও। তবে 'সোল্ড আউট' হয়ে গেছে বাংলাদেশ ও শ্রীলংকা ম্যাচের টিকিট।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –