• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

মেসির পথে হাঁটবেন গ্রিজম্যান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩  

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ক্লাবটিতে যাওয়ার পর থেকে রীতিমতো উড়ছেন তিনি। মায়ামির হয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মেসি করেছেন ৯টি গোল। পাশাপাশি সামনে থেকে নেতৃত্ব দিয়ে মায়ামিকে লিগস কাপের ফাইনালে তুলেছেন এ আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির পর মায়ামির স্কোয়াডে যোগ দিয়েছেন সার্জিও বুসকেটস ও জর্দি আলবার মতো তারকারা। আলোচনায় আছেন আরো বেশ কয়েকজন তারকা ফুটবলাররা। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তারাও।

একটা সময় বার্সেলোনায় মেসির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন ফ্রান্স ফুটবলার আন্তোনিও গ্রিজম্যান। তবে সময়ের পালাক্রমে মেসি এখন যুক্তরাষ্ট্রে, অ্যাথলেটিকো মাদ্রিদে খেলছেন গ্রিজম্যান।

এবার মেসির মতোই নিজের ক্যারিয়ারের শেষটা এমএলএসে করতে চান গ্রিজমান। বৃহস্পতিবার অ্যাথলেটিকো মাদ্রিদের সংবাদ সম্মেলনে এসে যুক্তরাষ্ট্রের লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ফরাসি ফরোয়ার্ড। 

এমএলএসে খেলার বিষয়ে গ্রিজমান বলেন, ‘হ্যাঁ, আমি মেসিকে অনুসরণ করি। লিও ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তার ম্যাচের দিন স্টেডিয়াম পুরো ভরে যায়। সে অনেক গোল করছে এবং ম্যাচও জিতছে। সে অবিশ্বাস্য। মার্কেটিং এবং ফুটবলের দিক থেকে মনে করি, লিওকে আনায় এমএলএস উত্তম কাজ করেছে।’

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা আরো বলেন, ‘আমার লক্ষ্য সেখানে (এমএলএস) শেষ করা। আমেরিকান স্পোর্টস পছন্দ করি, এমএলএসে খেলতে এবং মুহূর্তগুলো উপভোগ করতে চাই। আমার সেরা সময়ে থেকে সেখানে শেষ করা। তবে প্রথমত আতলেতিকোর হয়ে ট্রফি এবং ইতিহাস গড়তে চাই।’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –