• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৭ ১৪৩০

  • || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

ক্রিকেটকে বিদায় বললেন স্টিফেন ফিন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩  

 
দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বললেন ইংল্যান্ড পেসার স্টিফেন ফিন। মূলত দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। একই সঙ্গে ইনজুরিও বেশ ভোগাচ্ছিল তাকে। হয়তো সে কারণেই অবসরের সিদ্ধান্ত নিলেন এ ইংলিশ পেসার।

জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ফিন। এরপর আর ইংলিশদের ডেরায় দেখা যায়নি তাকে। মূলত তিনি জায়গা হারান ইংলিশ পেস অলরাউন্ডার ক্রিস ওকসের কাছে।

জাতীয় দলের বাইরে থাকলেও কাউন্টিতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছিলেন ফিন। ৩৪ বছর বয়সী এই ডানহাতি সাসেক্স পেসার ৩৬ টেস্টে ৩০.৪০ গড়ে নিয়েছেন ১২৫ উইকেট। তাকে সাদা পোশাকে দেখা গেছে ২০১০-২০১৬ পর্যন্ত। 

স্টিভেন ফিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। ২০১০ সালের ১২ মার্চ চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন টেস্ট এই পেসার খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। তার মধ্যে বাংলাদেশ সফরে দুই টেস্ট মিলিয়ে নিয়েছিলেন ৪ উইকেট।

একই বছরের মে মাসে তামিম ইকবালের স্মরণীয় লর্ডস টেস্টে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট।

ফিনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০০৫ সালের জুনে, মিডলসেক্সের হয়ে। হাঁটুর চোটের কারণে তাকে গত বছরের জুলাই থেকে লাল বলের ক্রিকেটে দেখা যায়নি। ফিন ইংল্যান্ডের হয়ে ৬৯টি ওয়ানডে ও ২১ টি-২০ও খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৫৭০ উইকেট নিয়েছেন ১৬৪ ম্যাচে। সেরা বোলিং ফিগার ৩৭ রানে ৯ উইকেট।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –