• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৭ ১৪৩০

  • || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

রিয়াদের বাদ পড়ার আসল কারণ ফাঁস

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩  

আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপের আসর। তার আগে শনিবার (১২ আগস্ট) ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাদ পড়েছেন টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার সকাল সাড়ে ৯টায় বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এ সময় মাহমুদউল্লাহ রিয়াদের দলে না থাকার ব্যাখ্যায় নান্নু বলেন, ‘এই জায়গায় মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা প্ল্যান দেয়। সামনে কোন দেশের সঙ্গে কিভাবে খেলা হবে। মূলত ওই চিন্তাভাবনা থেকেই রিয়াদকে অফ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ম্যানেজমেন্টের প্ল্যানকে আমরা অবশ্যই ভালো মনে করি। পাশপাশি হেড কোচের একটা প্ল্যান আছে, কিভাবে পরিচালনা করবে। সব ডিসকাশন করা হয়েছে। আমাদের ক্যাপ্টেনের (সাকিব) সঙ্গে আলোচনা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ নাঈম।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –