• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আরেকটি রেকর্ডে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

ফুটবল বিশ্বে অমর এক দ্বৈরথের নাম মেসি বনাম রোনালদো। এক সময় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল মহাতারকা একের পর এক রেকর্ডে পরস্পরকে ছাড়িয়ে যেতেন। দীর্ঘদিন ধরেই দুজনের মাঝে সেই দ্বৈরথ তেমনটা নেই।

যেখানে দিন দিন পেছাচ্ছেন রোনালদো, সেখানে একেরপর এক সাফল্য নিজের করে নিচ্ছেন মেসি। সেই ধারাবাহিকতায় আরেকটি মাইলফলকে পৌঁছে গেছেন মেসি। যার মাধ্যমে রোনালদোকে ছাড়িয়ে গেছেন তিনি। 

শনিবার (২৭ মে) রাতে ফরাসি লিগ ওয়ানে মৌসুমের একমাত্র শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। স্ট্রাসবুর্গের সঙ্গে ১-১ গোলে ম্যাচটি ড্র হলেও শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করেছেন মেসি-এমবাপ্পেরা। ম্যাচটিতে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন মেসি।

চলতি আসরে এটি মেসির ১৬তম গোল। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এতদিন পর্যন্ত এই রেকর্ডটি ছিল বর্তমান আল-নাসর তারকা রোনালদোর দখলে।

পর্তুগিজ মহাতারকা রোনালদো ইউরোপে বিভিন্ন ক্লাবের হয়ে ৬২৬ ম‍্যাচে ৪৯৫ গোল করেছিলেন। তার সেই অর্জন গত ১৫ এপ্রিল ছুঁয়ে ফেলেছিলেন মেসি। লিগ ওয়ানে লেসকে ৩-১ গোলে হারানোর ম্যাচে তিনি পিএসজির হয়ে একটি গোল করেছিলেন।

তারপর মাঝে তার নিষেধাজ্ঞা ও গোলশূন্যতায় একটি গোল পেতে তাকে প্রায় দেড় মাস অপেক্ষা করতে হয়েছে।

মাত্র ৫৭৭ ম‍্যাচেই রোনালদোকে টপকে গেছেন মেসি। একইসঙ্গে ১০টি লা লিগা শিরোপা থাকা মেসির এটি সব মিলিয়ে ১২তম লিগ শিরোপা। তার চেয়ে বেশি লিগ শিরোপা জিতেছেন কেবল রায়ান গিগস (১৩টি)।

এছাড়া লিগ ওয়ানের শিরোপা জিতে মেসি এক সময়ের সতীর্থ দানি আলভেজেরও পাশে বসলেন। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতো আর্জেন্টাইন মহাতারকারও এখন শিরোপার সংখ্যা ৪৩টি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –