• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

চেলসিতে যাচ্ছেন দিবালা!

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

নতুন মৌসুমে দল ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে চেলসি। এর অংশ হিসেবে প্রথমে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে তারা। সবকিছু ঠিক থাকলে চলতি সিজন শেষেই ব্লুজদের দায়িত্ব নেবেন তিনি। 

এরই মধ্যে নিজের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন পচেত্তিনো। শুরুতেই স্বদেশী তারকা পাওলো দিবালাকে ডেরায় টানতে চাচ্ছেন ৫১ বছর বয়সী ফুটবল ব্যক্তিত্ব। খেলাধুলা বিষয়ক জনপ্রিয় সংবাদমাদ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আগামী মৌসুমে চেলসির ম্যানেজার হিসেবে যোগ দিচ্ছেন পচেত্তিনো। পরবর্তী সিজনে রোমা থেকে দিবালাকে স্ট্যামফোর্ড ব্রিজে আনতে চাচ্ছেন তিনি। ফিচাজেসের প্রতিবেদন অনুযায়ী, দিবালার দলবদল ক্লজ মাত্র ১২ মিলিয়ন ইউরো। এ অর্থই তাকে কিনতে চেলসিকে উৎসাহিত করছে।

২০১৫ থেকে ২০২২ পর্যন্ত জুভেন্টাসে খেলেন দিবালা। ক্যারিয়ারের সোনালি সময় সেখানে কাটিয়েছেন তিনি। বর্তমানে রোমাতেও খারাপ করছেন না ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। দিবালার সামর্থ, সক্ষমতা ও প্রতিভা সম্পর্কে বেশ ভালোভাবেই জানা পচেত্তিনোর। মূলত চেলসিতে সেটাই কাজে লাগাতে চাচ্ছেন তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –