• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিশ্বকাপে আশা জাগিয়ে হার বাংলাদেশের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

‘আরচ্যারি ওয়ার্ল্ড কাপ-২০২৩, স্টেজ-২’ শুরু দিকে ভালো করেছিল বাংলাদেশ দল। তবে কোয়ার্টার ফাইনালে গিয়ে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিনরা। 

বুধবার (১৭ মে) দলগত ইলিমিনেশন রাউন্ডে রাউন্ডে ১/১২ ডেনমার্কের বিপেক্ষ বাই পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়েছিল বাংলাদেশের মোহাম্মদ আশিকুজ্জামান, সোহেল রানা ও নেওয়াজ আহমেদ রাকিব জুটি। পরে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে ২৩৩-২২৮ স্কোরে হেরে এই ইভেন্ট দেখে বাদ পড়েছে বাংলাদেশ দল। 

অন্যদিকে রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৯২ জনের মধ্যে ৬৩৮ স্কোর করে হয়েছেন ৪৩। আরচ্যারি ওয়ার্ল্ড কাপ ২০২৩, স্টেজ-২ এর রুলস অনুযায়ী রিকার্ভ পুরুষ একক ইভেন্টে সেরা ৬৪ জনকে নিয়ে ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ১৯ মে দুপুরে রিকার্ভ ডিভিশনের ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টের ইলিমিনেশন রাউন্ডের ১/৩২ খেলা অনুষ্ঠিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –