– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

সিরিজ জিতে যা বললেন তামিম

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়ে আনন্দে ভাসছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে টাইগাররা। দুর্দান্ত সিরিজ জয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এর আগে ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে মুস্তাফিজের প্রশংসা করে তামিম বলেন, ‌‘আমি যদি বলি আমরা ম্যাচটা জেতার আশা করেছি, সেটা মিথ্যা বলা হবে। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা শেষ। কিন্তু ক্রিকেট অদ্ভুত এক খেলা।’

সেখানে তামিম বলেন, ‘দুই-একটা উইকেটেই ম্যাচের চেহারা পাল্টে যেতে পারে। স্কোরবোর্ডেরও একটা চাপ আছে। আর যেভাবে ফিজ বোলিং করেছে, বিশেষ করে যখন সে ক্যাম্ফার ও টাকারকে আউট করেছে, তখন আমরা বিশ্বাস করা শুরু করি।’

তৃতীয় ম্যাচে জয়ের মঞ্চ গড়ে দিয়েছেন মুস্তাফিজ। বাকি কাজটা করেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। শেষ ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১০ রান, হাতে ছিল ৩ উইকেট। চাপের মুখে হাসান ৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। 

টাইগার কাপ্তান বলেন, ‘যদি আপনার হাতে ভালো বোলিং আক্রমণ থাকে, তাহলে অধিনায়কত্ব করা খুবই সহজ। এখন দলে যারা আছেন তাদের নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। ফাস্ট বোলাররা খুবই ভালো করছে। এখানে কয়েকজন নেই। যেমন তাসকিন চোটে আছে। আমাদের বোলিং আক্রমণ এখন খুবই ভালো।’

শান্তর বোলিং প্রসঙ্গে তামিম বলেন, ‘৪০ ওভার পর্যন্ত কোনো তাকে বোলিং দেয়ার কোনো পরিকল্পনা ছিল না। মিরাজ যেভাবে বল করেছে, সেটা শান্তকে বোলিং দিতে বাধ্য হয়েছি। সে বলছিল সে পারবে। কিন্তু আমি তাকে বিশ্বাস করি না (হাসি)।’

তিনি আরো বলেন, ‘আমার অধিনায়কত্বেই সে তার প্রথম ওয়ানডে উইকেট পেয়েছে। অফ স্পিনারকে মারা সহজ মনে হচ্ছিল না। সে জন্যই তাকে বল দিয়েছি।’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –