• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২৩  

 

সিরিজের একমাত্র চারদিনের ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছিল বাংলাদেশের যুবারা। এরপর টানা দুই ওয়ানডেতেও হারের মুখ দেখে বাংলাদেশ। তবে অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ মে) শহীদ এইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। ৪১ ওভার ৪ বলে মাত্র ১৫৪ রানে অলআউট হয় হয় পাকিস্তান। অধিনায়ক সাদ বেগ করেন সর্বোচ্চ ৩৫ রান। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন বর্ষণ-জিসান আলম। 

১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৬ ওভারেই জয়ের দেখা পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৬ রান করেন আদিল। এছাড়া সিহাব জেমস ২৭ ও জিসান করেন ২৪ রান। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধান কমালো বাংলাদেশ।  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –