– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

গেইলের যে রেকর্ড ভাঙলেন বাবর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ সংস্করণের দানবীয় ব্যাটসম্যান উইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ব্যাট হাতে আকর্ষণীয় সব রেকর্ড নিজের দখলে নিয়েছেন এ বাঁহাতি ব্যাটার। তবে এবার তাকে টপকে গেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডকে ১২ রানে হারায় পেশোয়ার জালমি। আর ওই ম্যাচেই টি-২০তে নতুন এক রেকর্ড গড়েছেন বাবর।

এদিন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমিকে জয় এনে দিতে ৩৯ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাবর। ব্যাট হাতে ১০ চারে ১৬৪ স্ট্রাইকরেটে করা এ ঝড়ো ইনিংসেরর মাধ্যমে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ করেন তিনি।

টি-২০তে ৯ হাজার রান পূর্ণ করতে এ পাকিস্তানি ব্যাটার খেলেছেন ২৪৫ ইনিংস। বাবরের আগে দ্রুততর সময়ে টি-২০তে ৯ হাজার রান পূর্ণ করার রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২৪৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন গেইল।

এদিকে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে তিনি খেলেন ২৭১ ইনিংস। 

এছাড়াও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ টি-২০তে ৯ হাজার রান পূর্ণ করতে খেলেছেন যথাক্রমে ২৭৩ এবং ২৮১ ইনিংস।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –