• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৮ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে- প্রধানমন্ত্রী শিশুর শারীরিক, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- রাষ্ট্রপতি বেরোবিতে সেশনজট নিরসনে স্বস্তি মিলেছে শিক্ষার্থীদের ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালালেন চাচা গাইবান্ধায় ভুট্টাক্ষেতে মিলল যুবকের লাশ

স্ট্রর্সবার্গে যোগ দিলেন জাপানীজ মিডফিল্ডার সুজুকি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

জাপানের দ্বিতীয় টায়ারের ক্লাব শিমিজু এস-প্লাস থেকে জাপানিজ মিডফিল্ডার ইউতো সুজুকিকে ধারে দলে ভিড়িয়েছে লিগ ওয়ানের দল স্ট্রসবার্গ। ফরাসি ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিভাবান ২১ বছর বয়সী এই মিডফিল্ডার গোলরক্ষক এইজি কাওয়াশিমার পর দ্বিতীয় জাপানিজ খেলোয়াড় হিসেবে স্ট্রর্সবার্গে যোগ দিলেন। 
এ  সম্পর্কে কাওয়াশিমা বলেছেন, সুজুকি অসাধারণ প্রতিভাবান একজন  খেলোয়াড়। তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। এখানে মানিয়ে নিতে আমি তাকে সহযোগিতা করবো।

গত মৌসুমে স্ট্রসবার্গ ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছিল। অল্পের জন্য তাদের ইউরোপীয়ান আসরে খেলা হয়নি। কিন্তু বর্তমানে তারা রেলিগেশন জোনের কিছু উপরে রয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –