• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করবেন মুকুল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২  

এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করবেন মুকুল                       
এবার এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। বিগত ম্যাচগুলোতে ভালো আম্পায়ারিংয়ের পুরষ্কার পেলেন তিনি। এটা মুকুলের জন্য ভালো একটা সুযোগ।

আগামী ১১ সেপ্টেম্বর ফাইনালে শিরোপার জন্য মুখোমুখি লড়বে পাকিস্তান-শ্রীলংকা। বাংলাদেশ সময় রাত ৮টায়  দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

মুকুলের আম্পায়ারিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। মিঠু এশিয়া কাপ দেখতে এখন দুবাইয়ে অবস্থান করছেন। 

মিঠু জানান, ‘মুকুল দারুণ আম্পায়ারিং করেছে এশিয়া কাপে। ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচ সে দারুণভাবে সামলে নিয়েছে। সেই পুরস্কারই দেয়া হচ্ছে তাকে।’ 

এশিয়া কাপের গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে বড় কোনো মঞ্চে আম্পায়ারিং-এর অভিষেক হয় মুকুলের। সেই ম্যাচে দারুণভাবে দায়িত্ব পালন করায় সুপার ফোরেও দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পান তিনি। আর এবার পাচ্ছেন ফাইনাল ম্যাচের দায়িত্ব।

মুকুল এখন পর্যন্ত ২৬টি টি-২০ ম্যাচে সফলতার সঙ্গে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে ছিলেন অনফিল্ড আম্পায়ার। 

আর ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন ১৭ ম্যাচে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –