• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

অধিনায়কত্ব ছাড়ছেন মুমিনুল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২২  

দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। টানা ব্যর্থতার জেরে অধিনায়কত্ব তার ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে কি না, সে প্রশ্ন উঠেছে বহু আগেই। এমতাবস্থায় গুঞ্জন ছিল শিগগিরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেবেন মুমিনুল। এবার হতে যাচ্ছে সেটাই।

জাতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে আর দায়িত্ব পালন করতে চান না মুমিনুল। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে বিষয়টি জানিয়েছেন তিনি।

এর ফলে টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুল অধ্যায় শেষ হওয়া সময়ের ব্যাপার মাত্র। বিষয়টি বিসিবির বিশেষ সূত্র ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা। 

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমার মনে হয়, হ্যাঁ। অধিনায়কত্ব একটা বাড়তি চাপ। অধিনায়ক হয়ে যখন রান করতে পারছে না, তখন কারও পরামর্শ চাইতে হয়তো ইতস্ততবোধ করছে। একটা হীনমন্যতা থাকতে পারে। তখন চাপটা বেশি হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে। কোনটা হলে ভালো হয় সে সিদ্ধান্ত নিলে ভালো।’

তিনি আরো বলেন, ‘মুমিনুলের সঙ্গে শুধু আমরাই না, সভাপতি সাহেবও বসবেন। উনি বসেছিলেন, তার সাথে কথা হয়েছে। তার সাথে হয়তো আরেকটু কথা বলা বাকি আছে। উনি দেশের বাইরে বলে এই সময়ে সম্ভব হচ্ছে না। আসার পর বসবেন।’

টেস্টে অধিনায়কত্বটা মুমিনুলের কাছে আসে হঠাৎ করে। গ্রহণের জন্য বলতে গেলে প্রস্তুত ছিলেন না মুমিনুল। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় তার কাঁধে আচমকা চলে আসে নেতৃত্ব ভার। শক্তিশালী ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে হয় শুরু। দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হার।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –