• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

৩৭ ম্যাচে অপরাজিত থাকা ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  

টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি। বুধবার দিবাগত রাতে উয়েফা ন্যাশনস কাপের সেমিফাইনালে ইতালিকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।

মিলানে ম্যাচের ১৭তম মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ব্যবধান দ্বিগুন করে এই তোরেসই। অবশ্য তোরেসের দ্বিতীয় গোলের আগেই ম্যাচের ৪২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির লিওনার্দো বুনুচ্চি।

বিরতির পর ১০ জনের দল নিয়েও বেশ লড়াই করে ইতালি। ৮৩তম মিনিটে ফেডারিকার চিয়েসার পাসে গোল করে ম্যাচ জমিয়ে তুলেন লরেঞ্জো পেলেগ্রিনি। তবে ম্যাচের বাকি সময়ে স্পেনের জালে আর বল পাঠাতে পারেনি রবার্তো মানচিনির শিষ্যরা। ফলে ২-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ইতালিয়ানদের।

ম্যাচ চলাকালে স্থানীয় দর্শকদের দুয়ো শুনেছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডুনারুমা। মূলত এসি মিলান ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ায় ইতালি ও মিলান সমর্থকরা দুয়ো দেয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –