• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কোহলির নেতৃত্ব ছাড়ার গল্প মিডিয়ার তৈরি- বিসিসিআই

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

সোমবার সকাল থেকেই পুরো ক্রিকেটবিশ্বে একটি খবর ছড়িয়ে পড়ে যে- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন বিরাট কোহলি। ভারতের শীর্ষ গণমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'র প্রতিবেদনটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সমস্ত জল্পনায় জল ঢেলে দেওয়া হলো। বিসিসিআই স্পষ্ট করে জানিয়েছে, এই খবর একেবারেই ভুল। কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে কোনোরকম আলোচনা হয়নি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছিল, মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড অনেকটাই ভালো। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল শিরোপা জয় করার পর থেকে দাবি ওঠে যে, সীমিত ওভারের অধিনায়কত্ব রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হোক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই দাবি বাস্তবে রূপায়িত হতে পারে। কারণ কোহলি আপাতত অধিনায়কত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ের ওপর বেশি জোর দিতে চান।

পাশাপাশি শোনা যাচ্ছিল, বিষয়টি নিয়ে নাকি কোহলি-রোহিত আর ভারতীয় বোর্ডের মাঝে আলোচনাও হয়ে গেছে। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছেন, 'এই ধরনের খবর একেবারেই ভুল। এমন কোনো ঘটনাই ঘটেনি। এই খবরগুলো সংবাদমাধ্যমই তৈরি করছে। এই বিষয়ে বিসিসিআই এখনও পর্যন্ত কোনো সভা করেনি কিংবা কোনোরকম আলোচনাও করেনি। ভবিষ্যতে কোহলিই ক্রিকেটের তিন ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে যাবে।'

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –