• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কোপার সেরা একাদশ ঘোষণা, নেই ডি মারিয়া

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১  

সদ্য সমাপ্ত কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা করেছে কোপা আমেরিকার আয়োজক ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। মঙ্গলবার রাতে টুইটারে সেরা একাদশ ঘোষণা করে আয়োজকরা। সেই একাদশে জায়গা হয়নি ফাইনালের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়ার। তবু একাদশে চ্যাম্পিয়ন আর্জেন্টিনারই জয়জয়কার।

ঘোষিত সেই একাদশে আর্জেন্টিনা দলেরই চারজন স্থান পেয়েছেন। রানার্সআপ ব্রাজিলের তিনজন জায়গা করে নিয়েছেন সেই একাদশে। এছাড়া চিলি, ইকুয়েডর, কলম্বিয়া ও পেরু থেকে জায়গা পেয়েছেন একজন করে।

আর্জেন্টিনার চার জন হলেন: ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ জেতা লিওনেল মেসি, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো দে পল ও ক্রিস্তিয়ান রোমেরো।

তিন ব্রাজিলিয়ান হলেন: আসরের অন্যতম সেরা তারকা নেইমার, ডিফেন্ডার মার্কিনিয়োস ও মিডফিল্ডার কাসেমিরো। বাকি খেলোয়াড়রা হলেন: ইকুয়েডরের পেরভিস এস্তুপিনান, পেরুর ইয়োশিমার ইয়োতুন ও চিলির মাউরিসিও ইসলা এবং কলম্বিয়ার ফুটবলার লুইস দিয়াস।

একনজরে কোপা আমেরিকার সেরা একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার: মাউরিসিও ইসলা (চিলি) , মার্কিনিয়োস (ব্রাজিল), পেরভিস এস্তুপিনান  (ইকুয়েডর) ও ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা)।

মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), ইয়োশিমার ইয়োতুন (পেরু) ও কাসেমিরো (ব্রাজিল)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল) ও লুইস দিয়াস (কলম্বিয়া)।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –