• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হোয়াটসঅ্যাপে অচেনা বিদেশি নম্বর থেকে ফোন পেলে করণীয়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২৩  

হোয়াটসঅ্যাপে নতুন ধরণের এক প্রতারণার ঘটনা ঘটছে সম্প্রতি। হঠাৎ বিদেশ থেকে মধ্যরাতে, ভোররাতে অচেনা বিভিন্ন নম্বর থেকে কল আসছে। এ ক্ষেত্রে কী করবেন? সেই উত্তরই দিল হোয়াটসঅ্যাপ ডেভেলপাররা।

মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম ও ইথিওপিয়ার বিভিন্ন নম্বর থেকে এমনই ফোন আসে। সোশ্যাল মিডিয়ায় সেই স্ক্রিনশট শেয়ার করেছেন অনেকে। এর প্রেক্ষিতে অবশেষে এরডিটিভি-র কাছে বিবৃতি দিয়েছে হোয়াটসঅ্যাপের ডেভেলপাররা।

তাতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ধরণের অচেনা, সন্দেহজনক নম্বর থেকে কল, মেসেজ এলে সেই বিষয়ে সাবধানতা অবলম্বন প্রয়োজন। হোয়াটসঅ্যাপের পরামর্শ অনুযায়ী, দ্রুত সেই নম্বর রিপোর্ট ও ব্লক করতে হবে।

এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ একটি ‘Stay safe with WhatsApp’ নামের ক্যাম্পেইন শুরু করেছে। এর মাধ্যমে টু-স্টেপ ভেরিফিকেশন, ব্লক এবং রিপোর্ট করার পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –