– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ মুছে ফেলার সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যায়। এ জন্য বার্তা পাঠানোর আগে সময় নির্ধারণ করে দিতে হয়। কিন্তু এবার শুধু বার্তা নয়। গ্রুপসহ মুছে ফেলার সুবিধা নিয়ে এলো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ হোয়াটসঅ্যাপ। খবর ওয়েব বেটা ইনফোর।

কোনো নির্দিষ্ট দিন অথবা উপলক্ষে অনেক সময় বন্ধুরা গ্রুপ খুলে থাকেন। কিন্তু সেই দিবসটি পার হয়ে গেলেও গ্রুপটি থেকে যায়। কিন্তু এখন থেকে ‘এক্সপায়ারিং গ্রুপ’ সুবিধা চালু হলে নির্দিষ্ট দিন বা অনুষ্ঠান শেষে স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ থেকে নির্দিষ্ট গ্রুপ মুছে যাবে। ফলে অপ্রয়োজনীয় গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে হবে না।

‘এক্সপায়ারিং গ্রুপ’ সুবিধা ব্যবহারের জন্য গ্রুপ খোলার সময়ই মুছে ফেলার দিনক্ষণ নির্ধারণ করে দিতে হবে। গ্রুপে যুক্ত হওয়ার সময় অন্য সদস্যরা মুছে ফেলার সময় জানতে পারবেন। ফলে চাইলেই গ্রুপে আদান-প্রদান করা গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকে সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে আইফোনে এই সুবিধা চালু হবে। পরে অন্যান্য প্লাটফর্মে এই সুবিধা চালু হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –