• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চীনে ব্যবসা গুটিয়ে নিচ্ছে অ্যামাজন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন গত ১৫ বছর আগে চীনে নিজেদের ই-কমার্স ব্যবসা শুরু করে। শুরুতে ভালো অবস্থায় থাকলেও স্থানীয় শপিং সাইটগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির ফলে বেশ বিপাকেই পড়েছে অ্যামাজন। এমন অবস্থায় চীন থেকে নিজেদের ই-কমার্স ব্যবসা গুটিয়ে নিচ্ছে কোম্পানিটি।

আগামী ১৮ জুলাই চীনে বন্ধ হবে তাদের এই সেবা। জানা গেছে, দিনের পর দিন কোম্পানিটি দেশটিতে লোকসান করে যাচ্ছে। এর জেরে কর্মীরাও ঝিমিয়ে পড়েছে। অনেকেই আবার বিভিন্ন সংস্থায় চাকরির চেষ্টা করছে। তাই বাধ্য হয়েই সেখানে ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।

এরপর অ্যামাজন থেকে চীনের সাধারণ জনগণ যদি কোনো কেনাকাটা করতে চান তাহলে জাপান, আমেরিকা, ব্রিটেন ও জার্মানীর অ্যামাজন ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

ই-কমার্স সেবা বন্ধ হলেও আমাজন ওয়েব সার্ভিস, কিন্ডল ই-বুক এবং ক্রস-বর্ডার অপারেশনের মতো ব্যবসাগুলো আগের মতোই বহাল থাকবে।

তথ্য অনুযায়ী, চীনে ই-কমার্স ব্যবসার মধ্যে শুধু আলিবাবারই আধিপত্য ৫৮.২ শতাংশ। তারপরই রয়েছে জেডি ডটকম ১৬.৩ শতাংশ। পিনডুয়োডুয়োর ব্যবসা ৫.২ শতাংশ। আমাজনের ব্যবসা সেখানে রীতিমতো ধুঁকছিল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –