• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মেক্সিকোকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট দিচ্ছে বাংলাদেশ   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২  

মেক্সিকোর জনগণ তাদের সরকারের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করবে বাংলাদেশের তৈরি একটি চ্যাটবট। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট মেক্সিকোকে সরবরাহ করছে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি রিভ চ্যাট। মেক্সিকোর নাগরিকদের জন্য তথ্য সহজলভ্য করতে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বাংলাদেশের রিভ চ্যাটের কাছে এই চ্যাটবট নিচ্ছে দেশটির সরকার।

গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রিভ চ্যাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রান্সপ্যারেন্সি, একসেস টু ইনফরমেশন অ্যান্ড প্রটেকশন অব পার্সোনাল ডাটা নামের মেক্সিকো সরকারের এই সংস্থাটি নাগরিকদের তথ্য সরবরাহ, সেবার অনুরোধ প্রক্রিয়াকরণ, সংশ্লিষ্ট দ্বন্দ্ব নিরসনসহ বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট ব্যবহার করবে। এর মাধ্যমে দেশটির সরকার মূলত জনগণের দুটি মৌলিক অধিকার নিশ্চিত করবে। তথ্য লাভ ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার।

রিভ চ্যাটের প্রধান নির্বাহী এম রেজাউল হাসান বলেন, জনগণের জন্য তথ্যকে সহজলভ্য করা এবং তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় মেক্সিকো সরকারের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে।  একটি সরকারি বা ব্যবসায় প্রতিষ্ঠান কিংবা অন্য যেকোনও প্রতিষ্ঠান বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগকে কীভাবে আরও সাবলীল করতে পারে, সেটি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের চ্যাটবটের মাধ্যমে মেক্সিকোর অসংখ্য সাধারণ মানুষ খুব সহজে সরকারি বিভিন্ন তথ্য পাবেন এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় অনেকখানি এগিয়ে যেতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার পাবলিক গোল্ড, কানাডিয়ান হিয়ারিং ইনস্টিটিউট, ভারতের কুলউইঙ্কসসহ বিভিন্ন কোম্পানি ইতোমধ্যে রিভ চ্যাটের চ্যাটবট ব্যবহার করছে।  কমার্শিয়াল ব্যাংক অব কুয়েত, টেলিকম নেটওয়ার্ক মালাউই, দক্ষিণ আমেরিকার বিখ্যাত পরিবহন কোম্পানি বিট ইত্যাদি আছে এই তালিকায়। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –