• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভেরিফায়েড আইডির যে সুবিধা এখন সবাই পাচ্ছে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১  

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম সাধারণ ব্যবহারকারীদেরও স্টোরিতে স্টিকারের মধ্যে হাইপারলিংক করার সুযোগ দিচ্ছে। এত দিন ধরে এই ফিচার কেবল ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ব্যবহার করা যেত।

ইনস্টাগ্রাম জানিয়েছে, সবাই তার অ্যাকাউন্টের মাধ্যমে লিংক শেয়ার করতে চায়। কারণ সবাই তাদের গল্পগুলো অন্নের সঙ্গে ছড়িয়ে দিতে চায়। আগে লিংক শেয়ারের সুবিধা শুধু ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটররা পেত। এখন সবাই সে সুযোগ পাবে।

আগে সোয়াইপ আপ করে কোনো পোস্ট বা প্রোডাক্ট লিংক ওপেন করতে হতো। এই ফিচারকে আগস্ট থেকেই সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম। এখন থেকে স্টোরিতে স্টিকারের মধ্যে হাইপারলিংক করার সুযোগ দেওয়ার ফলে বিষয়টি আরও সহজ হয়ে উঠেছে।

ইনস্টাগ্রাম এখনো তার ইউজারদের পোস্টগুলোতে সরাসরি লিংক করার অনুমতি দেয় না। ফলে অন্যান্য প্ল্যাটফর্ম যেমন লিঙ্কট্রি ও লিংক বায়ো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ধারণা করা হচ্ছে, স্টোরিতে এই ফিচার ফিচার চালুর মাধ্যমে ইনস্টাগ্রাম খুব দ্রুতই সব ক্ষেত্রে লিংক শেয়ার সুবিধা চালু করবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –