• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

রোজা রেখে সর্বোচ্চ কত বার গোসল করা যাবে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২  

প্রশ্ন: রমজানে দিনের বেলায় একাধিক বার গোসল করার হুকুম কি? কিংবা সারাদিন এসি (এয়ার কন্ডিশন)-এর কাছে বসে থাকার হুকুম কি; যে এসি জলীয় বাষ্প ছড়ায়?

উত্তর: রমজানে একাধিকবার গোসল করা জায়েজ। এতে কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা রেখে গরমের কারণে কিংবা পিপাসায় মাথার উপর পানি ঢালতেন।

ইবনে উমর (রা.) রোযা রেখে তার কাপড় পানিতে ভেজাতেন—গরম বা পিপাসার কষ্ট কিছুটা লাঘব করার জন্য। জলীয় বাষ্প কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। কেননা সেটি এমন কোনো পানি নয়, যা পাকস্থলিতে পৌঁছে।[

ফাযিলাতুশ শাইখ মুহাম্মদ বিন উছাইমীন (রহ.) - ফাতাওয়া ইসলামিয়্যা (২/১৩০)

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –