• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কোরআনের বাণী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২  

অভিবাদন ফিরিয়ে দিয়ো না

ইরশাদ হয়েছে, ‘যখন তোমাদের অভিবাদন করা হবে, তোমরা তার চেয়ে ভালো অভিবাদন করবে অথবা তার অনুরূপ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব গ্রহণককারী।’ (আয়াত : ৮৬)

মানুষ হত্যাকারীর প্রতি আল্লাহর অভিশাপ

ইরশাদ হয়েছে, ‘যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, সেখানে চিরদিন থাকবে। আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে অভিশাপ করবেন এবং তার জন্য প্রস্তুত করবেন মহাশাস্তি।’ (আয়াত : ৯৩)

সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করবে

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, তোমরা যখন আল্লাহর পথে বের হও, তখন যাচাই করে নেবে। কেউ তোমাদের সালাম দিলে পার্থিব সম্পদের আশায় বলবে না, তুমি মুসলিম নও। কেননা আল্লাহর কাছে অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে।...’ (আয়াত : ৯৪)

আল্লাহর জন্য ত্যাগ করলে বেশি পাওয়া যায়

ইরশাদ হয়েছে, ‘কেউ আল্লাহর পথে হিজরত করলে সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে।...’

(আয়াত : ১০০)

সময়মতো নামাজ পড়ো

ইরশাদ হয়েছে, ‘...যখন তোমরা নিরাপদ হবে, নামাজ আদায় করবে। নিশ্চয়ই মুমিনের ওপর নির্ধারিত সময়ে নামাজ আদায় ফরজ করা হয়েছে।’

(আয়াত : ১০৩)

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –