• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে জুনেই চালু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২৩  

দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের যেকোনো সময় এটি চালুর সম্ভাবনা রয়েছে। 

শনিবার (২০ মে) জেলা প্রশাসক কার্যালয়ে স্মল টি গার্ডেন আয়োজিত চা সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

তিনি বলেন, আগামী মাসে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালুর সম্ভাবনা রয়েছে। এটি চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয়ভাবে অনেকটাই কমবে পরিবহন খরচ। সেইসঙ্গে স্থানীয় অর্থনীতিতে সংযোগ হবে এক নতুনমাত্রা।

স্মল টি গার্ডেনের সভাপতি আমিরুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ চা শিল্প সংশ্লিষ্টরা।

জেলা আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, গত বছর পঞ্চগড়ে এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। তৃতীয় চা নিলাম কেন্দ্র পরিচালনার জন্য ইতোমধ্যে ১২টি ব্রোকার হাউজ ও ৮টি ওয়্যারহাউজ আবেদন করেছে। এর মধ্যে পাঁচটির অনুমোদন দেওয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –