• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

ঠাকুরগাঁও সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সাথে সাংবাদিকদের পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার নির্বাহী অফিস কার্যালয়ের সভা কক্ষে পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি লুৎফর রহমান মিঠু, সহ-সভাপতি ও এসএ টেলিভিশনের প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলুসহ:সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা-এটিএন নিউজের স্টাফ করেসপন্ডেন্ট ফিরোজ আমিন সরকার, আরটিভি’র স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বাবুল, বিডি নিউজের প্রতিনিধি শাকিল আহমেদ, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি নবীন হাসান, চ্যানেল ২৪ এর প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ হক দুলাল, সময়ের আলোর প্রতিনিধি নাজমুল ইসলাম, আজকালের খবরের প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি শারমিন হাসান প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় সাংবাদিকরা সদর উপজেলায় বাল্য বিয়ে রোধ, মাদক নির্মূল, ভেজাল খাদ্য রোধে অভিযান পরিচালনা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বেগবানের উদ্যোগ, সাতার কাটা প্রশিক্ষণসহ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সততার সাথে বাস্তবায়ন করার আশ্বাস দেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –