• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মালয়েশিয়া থেকে দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি করবে সরকার 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩  

মালয়েশিয়া থেকে দীর্ঘমেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হবে। এ লক্ষ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাবে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১২ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ করতে বিশেষ বিধানের আইনের আওতায় মালয়েশিয়া থেকে দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি করা হবে। এ লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় মালয়েশিয়া থেকে এলএনজি কিনতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –