• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

যেভাবে বুঝবে লিভারের রোগে আক্রান্ত কি না, হলে করণীয়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩  

আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে লিভার বা যকৃৎ। নানা কারণে এ অঙ্গটি রোগাক্রান্ত হতে পারে। সেটি বোঝার উপায় কী, তা এক ভিডিওতে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফরহাদ হোসাইন মোহাম্মদ শাহেদ। পরামর্শগুলো তার ভাষায় পাঠকদের সামনে উপস্থাপন করা হলো-

(১) যখন কোনো মানুষের খাওয়ার অরুচি থাকে অথবা বমি বমি ভাব লাগে অথবা পেটে একটু একটু ব্যথা বা পেট একটু ফাঁপা, বাথরুম ক্লিয়ার হয় না; এই ধরনের সিম্পটম যখন একজন মানুষের থাকে, তখন আমরা বলি যে, লিভার অসুস্থ বা তিনি লিভারের রোগে আক্রান্ত হতে যাচ্ছেন।

(২) অনেকের দেখা যায় যে, চোখ হলুদ বা প্রশ্রাব হলুদ। তখন আমরা বলি, উনার লিভারে জন্ডিস যেটা, ওইটাতে আক্রান্ত হতে যাচ্ছেন।

লিভারের রোগে আক্রান্ত হলে করণীয়

তো আমরা প্রাথমিকভাবে বলব যে, যখন এ ধরনের সিনড্রোম থাকবে, তখন ঘরোয়াভাবে আপনাদের কিছু চিকিৎসা আছে, যেমন: চর্বিযুক্ত খাওয়াটা কম খাবেন, পানি বেশি করে খাবেন, তৈলাক্ত খাবার কম খাবেন। প্রাথমিকভাবে এগুলো মেনে চলবেন। এরপর যদি দেখেন যে, না কমতেছে না বা রোগটা আরো বাড়তেছে, তখন নিকটস্থ কোনো লিভার রোগের ডাক্তার দেখান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –