• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফুলবাড়ী বাগড়ার মোড় পাকা রাস্তায় পুকুরের ধারে বিপদের অংশকা       

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

কয়লা খনি থেকে ফুলবাড়ী বাগড়ার মোড় নামক স্থানে পাকা রাস্তার পুকুরের ধারে রিটার্নিং ওয়াল নির্মাণ না করলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার অংশকা দেখা দিয়েছে।

দিনাজপুরের পার্বতীপুর ফুলবাড়ী সড়কের শিবনগর ইউপির বাগড়া নামক স্থানে পুকুরের ধারের সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের রাস্তা দিনদিন পুকুরে ভেঙ্গে পড়ছে। বর্ষামৌসুমের আগে রিটানিং ওয়াল দেওয়া না হলে যানবাহন চলাচলে বিঘœ ঘটবে। ফুলবাড়ী থেকে ৪ কিমি শিবনগর ইউপির বাগড়া নামক স্থানে পাকা রাস্তার ধারে একটি বিশাল পুকুর রয়েছে। পুকুরটি ধার দিয়ে গত ৪ বছর আগে বাঁশের খুটি দিয়ে রাস্তাটি রক্ষা করা হয়। বর্তমান পুকুরের ধারে বাঁশগুলি নষ্ট হয়ে যাওয়ায় আস্তে আস্তে রাস্থার খোয়া পুকুরে পড়ে গিয়ে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে।

পাবর্তীপুর থেকে প্রায় ১৫-২০টি আন্তজেলা মটর এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্ত বর্তমান পুকুরের ধারে রিটানিং ওয়াল না থাকায় ঝুকির মধ্যে চলাচল করছে এই যানবাহনগুলি। কয়লা খনি থেকে ভারি যানবাহন সহ সব রকম যানবাহন চলাচলের একমাত্র রাস্তা।

এ ব্যাপারে স্থানীয় বিভিন্ন মহল পুকুরের ধারে রিটানিং ওয়ালটি নির্মাণের জন্য দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসুহস্তক্ষেপ কামনা করছেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –