• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

রংপুরের বদরগঞ্জে সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শহরের পকীহানা এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।

নিহত বিমল চন্দ্র রায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি এলাকার ভুল্লারহাটের খগেন রায়ের ছেলে।

কয়েকদিন আগে তিনি শ্বশুরবাড়িতে আসেন। তার শ্বশুরের নাম সুনীল চন্দ্র রায়। তার বাড়ি বদরগঞ্জ পৌরশহরের জামুবাড়ি এলাকার ডাঙ্গাপাড়ায়।

স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট রেলওয়ে পুলিশের এসআই ইদ্রিস আলী বলেন, অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেলওয়ের বদরগঞ্জ স্টেশন মাস্টার নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –