• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দেশবিরোধী অপশক্তি নির্বাচন বানচালে ব্যর্থ: ওবায়দুল কাদের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন শেষ হওয়ার পরও বিএনপির নেতৃত্বে দেশবিরোধী একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই অপশক্তির নির্বাচন বানচালের সব ধরনের পন্থা ব্যর্থ হয়েছে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক।

তিনি আরো বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে মূল সংকট পেরিয়ে এসেছি। এখন আমাদের সবারই উচিত দেশকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করা। দায়িত্বশীলদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অংশ না নেয়ায় নির্বাচন ভোটারশূন্য হয়নি, প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি। তারা ভোটে এলে প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়তো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়া দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এ চিহ্নিত অপশক্তি এখনো নির্বাচনকে বিতর্কিত করতে পাঁয়তারা করছে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –