• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৯ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ে পৌঁছবো: ওবায়দুল কাদের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক দফা আন্দোলন ভুয়া। তাদের আন্দোলনই ভুয়া। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ে পৌঁছবো।

শুক্রবার বিকেলে বরিশালে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কীর্তনখোলা, শেরে বাংলার দেশ, আজকের বরিশালে শেখ হাসিনার দুর্জয় গাঁথা। নির্বাচনী ইশতেহার শেখ হাসিনা ছাড়া কেউ পূরণ করতে পারে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে, খেলা হবে। বিএনপি কোথায়? কার সঙ্গে খেলবো? আমরা এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –