• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

শেখ হাসিনা পূর্ব পৃথিবীর সূর্য: ওবায়দুল কাদের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

শেখ হাসিনা পূর্ব পৃথিবীর সূর্য: ওবায়দুল কাদের                           
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ব পৃথিবীর সূর্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা। তিনি আছেন বলেই আমরা সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছি।

বুধবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, অতীতে বিএনপি-জামায়াত অসংখ্য মানুষকে পুড়িয়ে-গুলি করে হত্যা করেছে। তাদের থেকে সবাই সাবধানে থাকবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সমাবেশের দুইদিন আগেই নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে। জনগণকে ভোগান্তিতে ফেলছে। এবার খেলা হবে। বিএনপির ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতি-হাওয়া ভবনের বিরুদ্ধে, আগুন সন্ত্রাস-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

এর আগে, দুপুর ১২টার দিকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –